নয়াদিল্লি: বয়স মাত্র ৮। এই বয়সেই মঙ্গোলীয় শিশুকে তিব্বতি বৌদ্ধধর্মের তৃতীয় ধর্মগুরু হিসেবে ঘোষণা করলেন সর্বোচ্চ বৌদ্ধগুরু দলাই লামা। ওই মঙ্গোলীয় কিশোরের সঙ্গে ছবিও তুলেছেন তিব্বতি বৌদ্ধধর্মের সর্বময় নেতা। তিব্বতি বৌদ্ধধর্মের তৃতীয় সর্বোচ্চ পদাধিকারীকে বলা হয় ‘খালখা জেটসুন ধাম্পা রিনপোচে’। সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গোলীয় বংশোদ্ভূত শিশুটির জন্ম আমেরিকায়। গত ৮ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায় এক অনুষ্ঠানে শিশুটিকে দলাই লামার সঙ্গে দেখা গিয়েছিল। তারপর এই ঘোষণা প্রকাশ্যে আসে। আট বছরের ওই শিশুটির একটি যমজ ভাইও রয়েছে। তার বাবা হলেন একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দাদু ছিলেন মঙ্গোলিয়ার পার্লামেন্টের প্রাক্তন সদস্য। তবে এই সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছে না চীন। শিশুটির লামা হয়ে ওঠার অনুষ্ঠান ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছে,তেমনই বাড়িয়েছে আশঙ্কাও। চীন শুধুমাত্র নিজেদের সরকার দ্বারা নির্বাচিত তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুদেরই স্বীকৃতি দিয়ে থাকে। দলাই লামার এই সিদ্ধান্তকে বেজিং মানবে না, তা একপ্রকার স্পষ্ট। ১৯৯৫ সালে একাদশ পাঞ্চেন লামার নাম ঘোষণা করেছিলেন দলাই লামা। তারপরই পাঞ্চেন লামা এবং তাঁর পরিবারকে অপহরণ করা হয়েছিল।