Home Kolkata বোটানিক্যাল গার্ডেনে কাটা হচ্ছে দুষ্প্রাপ্য গাছ

বোটানিক্যাল গার্ডেনে কাটা হচ্ছে দুষ্প্রাপ্য গাছ

179
0

হাওড়া: শিবপুর বোটানিক্যাল গার্ডেনে কাটা হচ্ছে দুর্মূল্য চন্দন গাছ। বি গার্ডেন মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্য অভিযোগ জানিয়েছেন পরিবেশ মন্ত্রকে। অভিযোগের আঙ্গুল সরাসরি গার্ডেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগকারী স্মরজিৎ রায়চৌধুরী নিজেও হাইকোর্টের একজন আইনজীবী। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেছেন।
এছাড়াও মর্নিং ওয়াকার্স সংগঠনের সম্পাদক তাপস দাসও এবিষয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রায় ১৪ হাজার গাছ রয়েছে বোটানিক্যাল গার্ডেনে। এই দুষ্প্রাপ্য গাছগুলি মাঝেমধ্যেই কাটা হচ্ছে। এই গাছগুলি বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। সম্প্রতি বিনা কারণে একটি চন্দন গাছ কেটে ফেলা হয়েছে।
স্মরজিৎবাবু বলেন, চন্দন গাছ কাটা আইনত অপরাধ। যদিও আমরা স্বচক্ষে গাছ কাটতে দেখিনি। তবে গাছটি কাটার পর গোড়াটি ইট দিয়ে চাপা দেওয়া হয়েছে। এব্যাপারে পরিবেশ মন্ত্রকের কাছে আমরা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। এছাড়াও চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর এ এ মাওকে।

Previous articleরাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে কেন ফিরে গেলেন শুভেন্দু ও সুকান্ত?
Next articleমহেশতলায় কাকিমাকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেপ্তার ভাইপো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here