কলকাতা, ৮ নভেম্বর: অবশেষে আলমবাজার মঠ বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে আনা হল। এদিন আলমবাজার মঠের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ এদিন জানান, এই বিষয়ে দুই মঠের মধ্যে একটি লিজ ডিড হয়েছে। সোমবার এই লিজ ডিড প্রক্রিয়া সম্পন্ন হয় বেলুড়ে মিশনের সদর দপ্তরে। এই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, মিশনের অন্যান্য সন্ন্যাসীবৃন্দ, বরানগর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী স্বামী সত্যপ্রকাশানন্দ ও আলমবাজার মঠের বিভিন্ন সন্ন্যাসী মহারাজরা।