বেঙ্গালুরু: দিল্লির সুলতানপুরীর পর এবার কর্ণাটকে বেঙ্গালুরুর মাগাড়ি রোড। এক বৃদ্ধকে প্রায় ১ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেলেন একজন স্কুটার আরোহী। মঙ্গলবার বিকেলের এই আঁতকে ওঠার মতো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, স্কুটারের পিছনের অংশ ধরে ঝুলছেন এক ব্যক্তি। ওই অবস্থাতেই তাঁকে রাস্তায় ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে যাচ্ছেন স্কুটার চালক। ওই অবস্থায় স্কুটারটি প্রায় ১ কিলোমিটার পথ অতিক্রম করে।