সময় কাটেনা বৃদ্ধ বয়সে,
থাকেনা বন্ধু বান্ধব,
নাতিনাতনী থাকে তাদের,
যুক্তি তর্ক অবাস্তব।
ভালো খাদ্য অখাদ্য ভাবে
দাদুর খাবার সেরা,
হামাগুড়ি দিয়ে দাদু পাশে
দাদু সে বন্দী ঘোড়া।
দাদু খাওয়ানোর আনন্দে,
তাদের নিয়ে সদাব্যস্ত,
নিজের খাবারে সময় নেই,
দাদুর হাতে এরা ন্যাস্ত।
কখনো ঘোড়া অথবা হাতি,
সওয়ার হয়ে পিঠে বসে
চাবুক হাতে কানটা লাগাম,
কান মলে দেয় ঠেসে।
বৃদ্ধবয়সে বৃদ্ধাশ্রমে জায়গা
যে দাদুদের ভাগ্যে হয়,
অকালে মৃত্যু তাদের শায়রে
যমের দুয়ারে তারা রয়।
সমব্যথী কেবল নাতিনাতনী,
তাদের অন্তরের কথা,
দাদু দিদিমা ছাড়া বোঝেনা,
সাথী হারা মনোব্যথা।