কলকাতা, ১২ নভেম্বর: ২০২০ সালের ৫ নভেম্বর জঙ্গলমহলের বাঁকুড়ায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বীরসা মুণ্ডার নাম করে স্থানীয় এক শিকারীর মূর্তিতে মালা পরিয়েছিলেন। সেই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন ভুল আদিবাসী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে বলে দাবি করে তৃণমূল কংগ্রেস শিবির। এই সমস্ত বিতর্কের মধ্যেই বীরসা মুণ্ডাকে সন্মান জানাতে একাধিক উদ্যোগ নিতে শুরু করে রাজ্য সরকার।
১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন। ওই দিন তাঁকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, মুক্তিকামী যে কোনও মানুষের কাছেই তিনি শ্রদ্ধেয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ভগবানস্বরূপ। এদিন রাজ্যের মোট পাঁচটি জায়গায় তিনি বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন। জঙ্গলমহলের অন্তর্গত চারটি জায়গা এবং উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের মাদারিহাটে মূর্তিগুলি স্থাপন করা হচ্ছে। ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি একসঙ্গে মূর্তিগুলি উন্মোচন করবেন।