বীরভূম জেলা সফরে মমতা

    91
    0

    বীরভূম: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট মন্ডল এখন জেলে। কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েতের জয় নিয়ে চরম সংশয়ে জোড়াফুল শিবির। বীরভূমে কেষ্ট নেই মানে, এবার আর পঞ্চায়েত ভোটে গুড় বাতাসা বিলি হবেনা, চড়াম চড়াম আওয়াজ উঠবেনা, পাচন দাওয়াইও দেওয়া হবেনা। তাহলে প্রতিবাদী ভোটারদের বাগে আনবেন কিভাবে? গরুপাচারকাণ্ডে অভিযুক্ত কেষ্ট জেল থেকে ছাড়া না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে বীরভূমের দুর্গ জয় কীভাবে সম্ভব? এদিকে বীরভূমের ভোটবাক্সে থাবা বসাতে মাঠে নেমেছে বিজেপি। সূত্রের খবর, এইরকম পরিস্থিতিতে দলের কর্মী ও সমর্থকদের মনোবল বাড়াতে বীরভূমে আসছেন তৃণমূল নেত্রী।

    বীরভূমের পর নদীয়া জেলা সফরেও যাবেন তিনি। সেখানে দলের নেতা কর্মীদের গোষ্ঠী কোন্দল মেটানোর চেষ্টা করবেন তিনি। জানা গিয়েছে, এখানকার নেতা কর্মীরা জড়িয়ে পড়েন গোষ্ঠীকোন্দলে। তাদের বিবাদ থামার নয়। কেউ কাউকে মানেন না। তাঁদের বিবাদ মেটাতে বারবার আসরে নামতে হয়েছে মমতাকে। কিছুদিন আগেই সেখানে গিয়ে বৈঠক সেরে এসেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, পরিস্থিতি কতটা হাতের নাগালে আছে, সেটা খতিয়ে দেখবেন তিনি।

    Previous articleবিশ্ব ইতিহাসে ১১ জানুয়ারি
    Next articleকিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here