বীরভূম, ২২ অক্টোবর: বীরভূম জেলার দুবরাজপুরে মামাভাগ্নে পাহাড়ের পাদদেশে সত্যানন্দ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল পত্রিকা প্রকাশ ও বিজয়া সম্মিলনী। অলক দাঁ সম্পাদিত সাহিত্যালোক এবং স্বপন দত্ত সম্পাদিত মৃগয়া পত্রিকা উদ্বোধন করেন প্রবীণ সাহিত্যিক অম্বুজাক্ষ দে মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত তাপস চট্টরাজ, উজ্জল মিত্র ঠাকুর, দীপক পৈতন্ডী, চারুসোম দে, সুকুমার অঙ্কুর, শম্ভুনাথ সেন প্রমুখ কবি, সাহিত্যিক ও বিশিষ্ঠ জনেরা। অনুষ্ঠানে অনেকে ছড়া, কবিতা পাঠ করেন ও বক্তব্য রাখেন।