বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে হানা দিল সিবিআই, হদিশ ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের

    142
    0

    সিউড়ি: অনুব্রতর গড় বীরভূমে ফের হানা দিল সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ির কেন্দ্রীয় শাখায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী দল। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের একাধিক ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে চালকলের লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। এই অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের সূত্র মিলেছে বলে দাবি সিবিআই-এর। পেন ড্রাইভে সিবিআই আধিকারিকরা বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছেন। এদিন তিন সদস্যের সিবিআই দলে অন্যতম ছিলেন সুশান্ত ভট্টাচার্য। তিনি গোরু পাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার।

    তদন্তে উঠে এসেছে, খাদ্য দপ্তর যে চাল কিনত, সেই চালের জন্য প্রথমে চাষিদের কাছ থেকে খুবই কম দামে ধান কেনা হতো। সেই ধান থেকে চাল করে বিভিন্ন ভুয়ো নামে খাদ্য দপ্তরে বিক্রি করা হতো। এজন্য চেক জমা নেওয়ার জন্য সমবায় ব্যাঙ্কে একাধিক ভুয়ো নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে সূত্রের খবর। সেই সব অ্যাকাউন্টে চালের দাম বাবদ খাদ্য দপ্তরের চেক জমা করা হতো। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, সেইসব ভুয়ো অ্যাকাউন্টের প্রত্যেকটিতে একই ব্যক্তি স্বাক্ষর করতেন। সেজন্য এদিন ব্যাঙ্কে প্রায় সাড়ে ৪ ঘণ্টা তল্লাশি চালানো হয়। হদিশ মেলে ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গরিব মানুষদের অন্ধকারে রেখে প্রথমে বেনামে ও সই নকল করে ১০০ দিনের কাজের টাকা ঢোকার অ্যাকাউন্টও খোলা হয়। পরে ধান বিক্রির চেক এইসব অ্যাকাউন্টে জমা করা হয়।

    Previous articleআরও ২৬টি রাফাল যুদ্ধবিমান পেতে চলেছে ভারতের নৌবাহিনী
    Next articleপুরসভার আয় বাড়াতে তামাকজাত পণ্যের লাইসেন্স দেবে রাজ্য

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here