Home District বীজ-সার দিতে ঘুষ চান ২ আধিকারিক

বীজ-সার দিতে ঘুষ চান ২ আধিকারিক

168
0

রঘুনাথপুর, ১২ নভেম্বর: সরকারি সার, বীজ, ওষুধ বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। সাঁতুড়ি ব্লকের কৃষি দপ্তরের দুই আধিকারিকের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ জানিয়ে প্রায় ৮০ জন চাষি জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন। রয়েছেন ব্লক এলাকার কৃষক রত্ন প্রাপ্ত চাষিও। চাষিরা দুই আধিকারিকের বিরুদ্ধে শুক্রবার দু’টি পৃথক লিখিত অভিযোগপত্র জেলা প্রশাসনের একাধিক দপ্তরে জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে। রঘুনাথপুর মহকুমা শাসক তামিল ওভিয়া এস বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

Previous articleবীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মূর্তি উন্মোচন মমতার
Next articleবিশ্ব ইতিহাসে ১৩ নভেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here