Home National বিয়ে করলেন স্বরা ভাস্কর

বিয়ে করলেন স্বরা ভাস্কর

75
0

মুম্বই: বিয়ে করেছেন দিন কয়েক আগেই। তবে এতদিনে ছবি এল প্রকাশ্যে। এল সোশ্যাল ওয়ালে। এই দেখনদারির যুগে এখানেই যেন বাকিদের কয়েক গোল দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এ বছরের গোড়াতেই আইনি বিয়ে সেরেছেন তিনি। পাত্রের নাম ফাহাদ আহমেদ। সমাজবাদী পার্টির মহারাষ্ট্র শাখার যুবনেতা ফাহাদের সঙ্গে আন্দোলনের ময়দানেই আলাপ স্বরার। নায়িকার প্রতিবাদী ভাবমূর্তি সম্পর্কে ওয়াকিবহাল ইন্ডাস্ট্রি। বিভিন্ন বিষয়ে সপাটে কথা বলে অনেক সময় সমালোচনাও সামলেছেন তিনি। তাতে কী বা আসে যায়? নিজের শর্তে জীবন বাঁচেন স্বরা। সমমনস্ক ফাহাদের সঙ্গে ময়দানের বন্ধুত্ব দ্রুতগতিতে প্রেমের আকার নেয়। গত ৬ জানুয়ারি স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন তাঁরা। প্রায় দেড় মাস পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিয়ের খবর দিয়েছেন স্বরা নিজেই।

Previous articleকর্ণাটকে টিপু সুলতানকে নিয়ে বিতর্ক
Next articleআল-কায়েদার শীর্ষ নেতা সইফ আল-কাদেরের মাথার দাম ১ কোটি ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here