কলকাতা: অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গায়িকা পলক মুচ্ছল ও সুরকার মিথুন শর্মা। আশিকির সেট-এ ফোটা ভালোবাসার ফুল এবার বাস্তবে পরিণতি পেল।
গত রবিবার, ৬ নভেম্বর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলেও দুই দিন আগেই শুরু হয়েছিল তাঁদের বিবাহের আচার অনুষ্ঠান। গায়ক সোনু নিগম, কৈলাশ খের, প্রযোজক কৃষিকা লুল্লা এবং টেলিভিশন অভিনেতা রুবিনা দিলাইক ও অভিনব শুক্লাকে পলক-মিথুনের বিয়ের রিসেপশনে দেখা যায়। নিজের বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পলক। গায়ে হলুদ, মেহেন্দি সহ বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে পলক লেখেন, ‘আজ থেকে সারা জীবনের জন্য আমরা একে অপরের হয়ে গেলাম। চিরদিনের সেই যাত্রাপথের শুরু।’