বিহারে বিষমদকাণ্ডে মৃত ২০, অসুস্থ বহু

    174
    0

    পাটনা: বিষ মদ কাণ্ডের মৃত্যুর ঘটনা বারবার সামনে এসেছে সারা দেশ জুড়ে। এই বিষ মদ পান করে মৃত্যু হয় ২০ জনের। এই ঘটনাটি ঘটেছে বিহারে দোলিয়া গ্রামের ইসুয়াপুর থানা ও ইয়াদু মোড়ের মশরক থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

    পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে এই বিষয় নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে বিরোধী দলের বিধায়করা। বিজেপি বিধায়কদের বাক্যবাণে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘটনার জেরে রাজ্য ব্যাপী নিষিদ্ধ হয়েছে মদ্যপান।

    উল্লেখ্য, বিহারে ২০১৬ সালে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। কিন্তু তারপরও বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। প্রশ্ন উঠেছে, বেআইনি মদ বিক্রি রোধে ব্যর্থ নীতিশ কুমারের প্রশাসন।

    Previous articleউত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৬,আহত ২১
    Next articleমেঘালয়ে মমতার পাল্টা মোদির জনসভা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here