বিহারে চার হাত ও চার পা নিয়ে এক বিস্ময়কর শিশুর জন্ম

    116
    0

    পাটনা, ১৫ জুন: চারটি হাত ও চারটি পা বিশিষ্ট এক বিস্ময় শিশুর জন্ম হল। অবাক করা ঘটনাটি ঘটেছে, বিহারের সারণ জেলার ছাপরায়। যে নার্সিং হোমে শিশুটি ভূমিষ্ট হয়, তা পাটনা থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ওই নার্সিং হোমটির চিকিৎসক জানিয়েছেন, সি-সেকশনের মাধ্যমে জন্ম হয়েছিল ওই শিশুকন্যাটির। জন্মের সময় তাঁর চারটি হাত ও চারটি পা ছিল। শুধু তাই নয়! শিশুটির দু’টি স্পন্দনযুক্ত হৃদপিণ্ডও ছিল বলে খবর। দুর্ভাগ্যবশত জন্মের মাত্র ২০ মিনিট পরই মারা যায় বাচ্চাটি। মা প্রিয়া দেবীর প্রথম সন্তান ছিল এটি। তবে স্বল্পায়ু শিশুটির ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত গর্ভে থাকা অবস্থায় যমজ ভ্রূণ পরিণত না হলে এই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়। তখন এক শিশুর দেহেই অপরিণত অবস্থায় রয়ে যায় তাঁরই সহোদরের দেহাংশ। যেমনটা এক্ষেত্রে হয়েছে। নিজেরই ভাই অথবা বোনের হাত-পা ও হৃদপিণ্ড নিয়ে জন্ম নিয়েছিল ওই শিশুকন্যাটি। যদিও এই ধরণের ঘটনা যথেষ্টই বিরল। এক্ষেত্রে সদ্যোজাতের বাঁচার সম্ভাবনাও খুব কম থাকে।

    Previous articleভোটের দামামার মধ্যে আজ থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল
    Next articleট্রোলের শিকার পটল কুমার গানওয়ালা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here