পাটনা, ১২ নভেম্বর: মাংস দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বচসা ক্যাটারিং কর্মীদের। ফলস্বরূপ গত বুধবার বিয়ে বাড়িতে বেধড়ক মার খেলেন তাঁরা। বিহারের সুপল জেলার ত্রিবেণীগঞ্জ এলাকার ঘটনা। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মন্নু কুমার, অজয় কুমার ও সুমিত কুমার নামে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের জখম গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবেশনের দায়িত্বে থাকা ওই কেটারিং সংস্থার তরফে আয়োজক পরিবারের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
জখম ক্যাটারিং কর্মী মন্নু কুমার বলেন, পরিবেশনের সময় খাসির মাংস দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে গণ্ডগোল বাধে। বারংবার মাংস চাইছিল চার-পাঁচজনের একটি দল। সেইমতো প্রতিবারই তাঁদের মাংস দিয়েছেন ক্যাটারিং কর্মীরা। তবু অতিথিরা বাজে ব্যবহার করতে থাকে। এমনকি তাঁদের লক্ষ্য করে তীব্র গালিগালাজ শুরু করে। এতে পরিবেশনের দায়িত্বে থাকা কর্মীরা খেপে যান। তাঁরা এই ঘটনার প্রতিবাদ করেন। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এদিকে কিছু না বুঝেই ছুতে আসে কনে পক্ষের কয়েকজন যুবক। তারা ক্যাটারিং কর্মীদের ওপর চড়াও হয়ে তাঁদেরকে মারপিট শুরু করে। এপ্রসঙ্গে ত্রিবেণীগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক দীপক কুমার জানিয়েছেন, হাসপাতালে ভর্তি তিনজনের আঘাতই গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে।