পাটনা: নীতীশ কুমার কি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন? নাকি অপারেশন লোটাসের পাল্টা জবাব দিতে সক্ষম হবে আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোট? আজ, সোমবার বিধানসভায় আস্থাভোটের আগে এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিহারে। নীতীশ বিজেপির হাত ধরার পর উপ মুখ্যমন্ত্রীর পদ খোয়ানো তেজস্বী যাদব দাবি করেছিলেন, ‘খেলা এখনও বাকি রয়েছে।’ লালুপ্রসাদ যাদবের পুত্রের সেই কথা কার্যত ফলে গিয়েছে। কারণ, আস্থাভোটের আগের দিন দেখা যাচ্ছে একেবারেই স্বস্তিতে নেই নীতীশের দল জেডিইউ। দলের চার বিধায়ক হঠাত্ই ‘নিখোঁজ’ হয়ে গিয়েছেন।
রবিবার মন্ত্রী বিজয় চৌধুরীর বাসভবনে জেডিইউ বিধায়কদের বৈঠক ও শপথবাক্য পাঠ করানো হয়। সেখানে স্বয়ং নীতীশ কুমার হাজির হলেও ছিলেন না চার বিধায়ক। শনিবার আর এক মন্ত্রী শ্রবণ কুমারের বাসভবনের ভোজসভাতেও তাঁদের দেখা যায়নি। এঁদের মধ্যে বিধায়ক বিমা ভারতী ফোন বন্ধ রেখেছেন। তবে বিজয় চৌধুরীর দাবি, প্রত্যেকেই অনুপস্থিতির কারণ জানিয়েছেন। এর মধ্যে কংগ্রেসের একটি সূত্র দাবি করেছে, জেডিইউ-র পাঁচজন এবং বিজেপির দু’জন বিধায়ক তেজস্বীকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
এই পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে দলীয় বিধায়কদের বুদ্ধগয়ার একটি রিসর্টে পাঠিয়ে দিয়েছিল বিজেপি। সেখানে একটি কর্মশালারও আয়োজন করা হয়। সেখানে হাজির হননি তিনজন বিজেপি বিধায়ক। তবে দু’জন এদিন বাকিদের সঙ্গে যোগ দেন। সকলকে তিনটি বাসে পাটনায় ফিরিয়ে আনা হয়েছে। রাতে উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহার বাসভবনেই থাকবেন তাঁরা। তবে এক মহিলা বিধায়ককে দেখা যায়নি।