কাতার, ২ ডিসেম্বর: কানাডা ও বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কো ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল বেলজিয়াম। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলটি গোলশূন্য ড্র করল। তবে পয়েন্ট ভাগাভাগি করে ক্রোয়েশিয়া জায়গা করে নিল শেষ ষোলোতে। ফলে ২৪ বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল বেলজিয়ামকে। যদিও মাঝে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিতে পারেনি এই দলটি।