বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি ক্যান্সার ও হেপাটাইটিস সি রোগের ওষুধ তৈরির কারখানায় আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে সোমবার রাতে। কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র থাকায় বেশীরভাগ কর্মচারী প্রাণে বেঁচে গেলেও একজন আহত হন। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন সংস্থার আধিকারিকরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতি পূরণ ঘোষণা করেছেন তিনি।