বিধাননগর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে ভিন রাজ্যের এক যুবককে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে রবিবার হাওড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নাগা রাজেন। বাড়ি কর্ণাটকে। বেশ কয়েকমাস ধরে সে হাওড়ায় বাড়ি ভাড়া নিয়েছিল। সামাজিক মাধ্যমে প্রথমে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব করে পরে তাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা করত বলে অভিযোগ। কয়েক মাস আগে বিমানবন্দর লগোয়া নারায়ণপুর থানা এলাকার এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। অভিযোগ, একইভাবে তাঁকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পরে ওই তরুণী জানতে পারেন, শুধু টাকা লোপাটই নয়, সে বিবাহিতও। তারপরই তিনি পুলিসের দ্বারস্থ হন।