কলকাতা: বিমা সংস্থাগুলি কত টাকা তাদের ম্যানেজমেন্ট চালানোর জন্য খরচ করতে পারবে, তা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে তারা বিজ্ঞপ্তি প্রকার করেছে। তারা বলেছে, জীবন বিমা এবং সাধারণ বিমা সংস্থাগুলি কোনও এক অর্থবর্ষে প্রিমিয়াম বাবদ যে টাকা সাধারণ গ্রাহকের থেকে আদায় করবে, তার ৩০ শতাংশ পর্যন্ত তারা অফিস চালানোর জন্য খরচ করতে পারবে। অফিস চালানোর খরচের মধ্যে যেমন থাকবে এজেন্টদের কমিশন, তেমনই থাকবে কর্মীদের বেতন ও অন্যান্য খরচ। শুধুমাত্র স্বাস্থ্য বিমা পরিষেবা দেয় যে সংস্থাগুলি, তাদের জন্য এই সীমা ৩৫ শতাংশ করা হয়েছে। এই নিয়ম চালু করার জন্য এর আগে খসড়া প্রকাশ করেছিল কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)। এবার সেই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার। বলা হয়েছে, এজেন্টরা কতটা কমিশন পাবেন, তা সংশ্লিষ্ট বিমা সংস্থাগুলি ঠিক করতে পারবে।