বিমানবন্দরে এবার আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক

    122
    0

    নয়াদিল্লি: বিমানবন্দরে এবার আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে। চীন সহ ছ’টি দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নীতি। নতুন বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে। বুধবার সরকারের তরফে ইঙ্গিত মিলেছে। এবার থেকে ‘এয়ার সুবিধা’ ফর্ম পূরণ করতে হবে চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের । আরটি-পিসিআর টেস্ট করাতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে । তবেই সংশ্লিষ্ট যাত্রী ভারতে আসার ছাড়পত্র পাবেন টেস্টের ফল নেগেটিভ হলে। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে চীনে করোনা সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় । জানুয়ারিতে ভারতে করোনার প্রকোপ বাড়তে পারে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্ক করে একথা বলা হয়েছে। সেজন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী ৪০ দিন। এই বাড়তি সতর্কতার প্রয়োজন সে কারণেই। ‘অতীতে দেখা গিয়েছে, পূর্ব এশিয়ায় করোনার দাপটের ৩০ থেকে ৩৫ দিন পর ভারতে কোভিডের নয়া ঢেউ আছড়ে পড়েছে। সেজন্য আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুয়ারি মাস।’
    গত দু’দিনে বিদেশ থেকে আসা ৩৯ জন বিমানযাত্রীর দেহে করোনার সংক্রমণ ধরা পড়ায় আশঙ্কা আরও বেড়েছে । বিমানবন্দরে মোট ৬ হাজার জন যাত্রীর (র‌্যানডম) কোভিড পরীক্ষা করা হয়েছিল বলে সূত্রের খবর। সেই পরীক্ষায় ৩৯ জনের দেহে সংক্রমণের প্রমাণ মিলেছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি খতিয়ে দেখবেন কোভিড পরীক্ষার পরিকাঠামো এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলি । ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। করোনার পরিস্থিতির মোকাবিলায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, দেশজুড়ে নতুন করে সংক্রমণ মাথা চাড়া দিলে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে । নয়া ঢেউয়ের মোকাবিলায় ভারত প্রস্তুত বলে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন। করোনা ভাইরাসের ২০০টি স্ট্রেইন এখনও পর্যন্ত ভারতে বা প্রজাতির দেখা মিলেছে। ‘বিএফ ৭’ স্ট্রেইনের প্রভাবে চীনে সংক্রমণ বহুগুণ বেড়ে গিয়েছে। বর্তমানে এই প্রজাতির উপস্থিতিও ধরা পড়েছে ভারতে । সেজন্য কোনও ঝুঁকি নিতে রাজি নয় সরকার ।

    Previous articleজম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন অমিত শাহ
    Next articleজরুরী ভিত্তিতে ডিজিটাল মার্কেটিংয়ের লোক চাই

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here