Home Kolkata বিধায়কের লেটার হেডে চাকরির সুপারিশ, দায়ের জনস্বার্থ মামলা

বিধায়কের লেটার হেডে চাকরির সুপারিশ, দায়ের জনস্বার্থ মামলা

220
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ জুলাই: রাজ্যের প্রাথমিকে শিক্ষক শিক্ষিকা নিয়োগে বিস্তর অভিযোগ থাকলেও এবার তাতে নতুন মাত্রা যোগ করল বিধায়কদের সুপারিশ। জানা গিয়েছে, শাসক দলের তিন বিধায়ক অখিল গিরি, অসীম মাঝি ও মুকুল পুত্র শুভ্রাংশু রায় এর লেটার হেডে বেশ কিছু চাকরির সুপারিশ হয়েছে। মঙ্গলবার আইনজীবি তরুণজ্যোতি তিওয়ারি এমনটাই অভিযোগ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগের সাপেক্ষে যথাযথ প্রমাণও তুলে ধরেছেন। আজ দীর্ঘ শুনানির পর বিচারপতি রায়দান স্থগিত রাখেন। তৃণমূলের তরফে অবশ্য সবই সাজানো ঘটনা বলা হয়েছে। আরও বলা হয়েছে, শাসক দলের নেতা মন্ত্রীদের বদনাম করার জন্য এই অপচেষ্টা চলছে।

Previous articleপ্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিপত্তি, আটক ৪ কংগ্রেস কর্মী
Next articleহাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, চাই বিরোধীদের জন্য গাইডলাইন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here