রেললাইনের ধারে খেলতে গিয়ে ঘটল বিপত্তি। রেলিংয়ে লোহার রডের মাঝে মাথা আটকে মৃত্যু হল এক শিশুর। উল্টোডাঙার বাসন্তী কলোনি এলাকার ঘটনা। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর বয়স ৭ বছর। সে বিধাননগর স্টেশনের বাসন্তী কলোনির বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও রেল লাইনের আশেপাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করতে বের হয়। এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ঘরে না আসায় তার মা খোঁজ শুরু করেন। বাইরে বেরিয়ে দেখতে পান, রেললাইনের রেলিংয়ের দুটি রডের মাঝে শিশুটির মাথা আটকে গিয়েছে। আপ্রাণ চেষ্টা করেও শিশুটির মাথা বের করা সম্ভব হয়নি। অবশেষে রেলিংয়ের রড কেটে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। যদিও ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিশুটির দেহ।