তমলুক: ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইয়া খুনের ঘটনায় পুলিস আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শ্যামপদ মণ্ডল, মধু সাউ ও সাগর মণ্ডল। ১ মে রাতে খুনের ঘটনায় ওই তিনজন সরাসরি যুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পর ওই তিনজন হলদিয়ায় গা-ঢাকা দিয়েছিল। ময়না থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নিয়ে টিআই প্যারেড করাবে পুলিস। সোমবার মুখঢাকা অবস্থায় তাদের তমলুক সিজেএম কোর্টে নিয়ে যাওয়া হয়। ধৃতদের নিয়ে টিআই প্যারেডের আবেদন মঞ্জুর করেছে আদালত।