কলকাতা, ২০ সেপ্টেম্বর: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় দলের নতুন রাজ্য সভাপতি নির্বাচন করল বিজেপি। বালুরঘাটের সাংসদ ডাক্তার সুকান্ত মজুমদারকে এই পদে বসানো হল। এই নতুন রাজ্য সভাপতিকে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছে বিজেপির নেতা ও কর্মীরা। পাশাপাশি, নতুন সভাপতি রাজ্যবাসী ও দলের নেতাকর্মীদের আশার বাণী শোনাতে শুরু করেছেন। তিনি দলের নেতা ও কর্মীদের দল না ছাড়ার অনুরোধ জানিয়েছেন। রাজ্যের সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, এ যাবৎকালের সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও হল উত্তরণ। দিলীপবাবুকে করা হল দলের সর্বভারতীয় সহ-সভাপতি। তবে এখন দেখার নতুন এই রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্য সংগঠন কতটা শক্তিশালী হয়। আগামী পৌরসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে নিশ্চয়ই তার প্রতিফলন দেখা যাবে।