চণ্ডীগড়: ১০ দিনও কাটল না। তার মধ্যেই ফের পাঞ্জাবের অমৃতসর সীমান্তে গুলি করে নামানো হল একটি পাকিস্তানি ড্রোন। ভেস্তে গেল সীমান্তের ওপার থেকে মাদক পাচারের চেষ্টা।
রবিবার রাত ৮টা ৫০ নাগাদ পাঞ্জাবের অমৃতসর জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া ধানোই খুর্দ গ্রামে টহলদারির সময় বিএসএফ জওয়ানদের নজরে পড়ে ওই ড্রোন। সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি চালান তাঁরা। বিএসএফ সূত্রে খবর,এরপর তল্লাশি চালিয়ে কালো রঙের ড্রোনটিকে উদ্ধার করেন জওয়ানরা। ড্রোনটি থেকে বেশ কয়েকটি প্যাকেট পাওয়া। প্রায় তিন কেজি মাদক উদ্ধার করা হয়।