বহরমপুর: বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডোমকলে। রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ডোমকল থানার ধূলাউড়ি নোলিয়াপাড়া। মাইনুল বিশ্বাসের বাড়ির পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ ঘটে। প্রতিবেশী ও স্থানীয়দের দাবি, সম্পত্তি সংক্রান্ত শরিকি বিবাদকে কেন্দ্র করে বাড়িতে বোমা, অস্ত্র মজুত রাখা হয়েছিল। প্রতিবেশীরা পুলিসের কাছে অভিযোগ করেন, মাইনুল ও তাঁর স্ত্রী তাহামিনা বিবি বোমাগুলি সরিয়ে ফেলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিস। সেই সময় বাড়িতে মাইনুল ছিলেন না। বিছানায় শুয়ে নিজেকে ক্যান্সারে আক্রান্ত বলে পুলিসের কাছে বয়ান দিয়েছেন তাহামিনা বিবি। ডোমকল থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথাও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির দখল নিয়ে মাইনুলের সঙ্গে তাঁর এক শরিকের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। মাস কয়েক আগে একই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তার জেরে জেল খেটে এসেছেন মাইনুল। কিন্তু পুরনো বিবাদের নিষ্পত্তি হয়নি। আদালতে সেই মামলাও চলছে। এক প্রতিবেশী ওয়েসকুরানি বিশ্বাস বলেন, স্বামী-স্ত্রী দু’জনে মিলে এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন। ওই দম্পত্তির জন্য এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিতর্কিত জমির দাবিদার শরিক রসিদ বিশ্বাস বলেন, জোর করে জমি নিজের নামে করে নিয়েছে আমাদের বঞ্চিত করে। এখন জমি দখলে রাখতে বাড়িতে বোমা অস্ত্র মজুত করে রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বেশ কিছু বোমা ওরা সরিয়ে ফেলেছে।
এদিন সকালে মাইনুলের বাড়ির পরিত্যক্ত অংশে বিস্ফোরণ ঘটে। তীব্র গরমে বেশ কয়েকটি বোমা একসঙ্গে ফাটে বলে দাবি স্থানীয়দের। তারপরেই বাকি বোমা তৎপরতার সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।