Home National বাড়তে পারে ইপিএফের সুদের হার

বাড়তে পারে ইপিএফের সুদের হার

97
0

নয়াদিল্লি; নজরে ভোট। আর তা মাথায় রেখে বৃদ্ধি পেতে পারে ইপিএফে সুদের হার। এমনই খবর পাওয়া যাচ্ছে শ্রমমন্ত্রক সূত্রে। জানা যাচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশের মাসখানেকের মধ্যেই ২০২২-২৩ আর্থিক বছরের ইপিএফ সুদের হার নির্ধারণ করতে বৈঠকে বসবে অছি পরিষদ। সেখানেই সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। যদিও এ ব্যাপারে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চায়নি ইপিএফও। তবে মন্ত্রক সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের গোড়াতেই এই ইস্যুতে ইপিএফও অছি পরিষদের বৈঠকে বসার প্রবল সম্ভাবনা রয়েছে। মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বৃদ্ধি করা হতে পারে।

Previous articleকাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ৪
Next articleঅন্য ট্রেন বাতিল করে বন্দে ভারতে সফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here