Home National বাল্যবিবাহ আইন ভঙ্গ, অসমে ধৃত ১৮০০

বাল্যবিবাহ আইন ভঙ্গ, অসমে ধৃত ১৮০০

124
0

গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন । কিছুতেই বরদাস্ত করা হবে না বাল্যবিবাহের মতো প্রথাকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে । সেজন্য গত দুই দিন ধরে রাজ্যজুড়ে অভিযানে নেমেছে পুলিস। এখনও পর্যন্ত ১৮০০-র বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, ‘বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথাকে নির্মূল করতে সরকার দায়বদ্ধ। এবিষয়ে এখনও পর্যন্ত ৪০০৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৩ ফেব্রুয়ারি থেকে।’ বিভিন্ন থানার এসপিদের সঙ্গে এব্যাপারে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিসের ডিজি জিপি সিং। দেড় হাজারের বেশি মানুষকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করল পুলিস।

Previous articleআর্থিক ভিত্তি ও সুনাম অক্ষত: অর্থমন্ত্রী
Next articleপণ চাওয়ার অভিযোগে গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে মামলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here