গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন । কিছুতেই বরদাস্ত করা হবে না বাল্যবিবাহের মতো প্রথাকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে । সেজন্য গত দুই দিন ধরে রাজ্যজুড়ে অভিযানে নেমেছে পুলিস। এখনও পর্যন্ত ১৮০০-র বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, ‘বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথাকে নির্মূল করতে সরকার দায়বদ্ধ। এবিষয়ে এখনও পর্যন্ত ৪০০৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৩ ফেব্রুয়ারি থেকে।’ বিভিন্ন থানার এসপিদের সঙ্গে এব্যাপারে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিসের ডিজি জিপি সিং। দেড় হাজারের বেশি মানুষকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করল পুলিস।