ভল্কা: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৭ দফা দাবি দাওয়া নিয়ে গণডেপুটেশন। মঙ্গলবার দিন ভল্কা বারবিশা ১নং গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেসর ভল্কা বারবিশা ১ নং আঞ্চল কমিটি। এদিন জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় মিছিল করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা। ডেপুটেশন কর্মসুচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভল্কা বারবিশা ১নং অঞ্চল সভাপতি জয়শংকর দাস, কুমার গ্রাম ব্লক সাধারণ সসম্পাদক পিনাক তালুকদার, তৃণমূল নেতা প্রদীপ দাস, তাপস সিংহ রায়, রমেশ দাস, সহ তৃণমূলের নেতা কর্মীরা।