১৪ই এপ্রিল, কলকাতা: আজ বাবাসাহেব আম্বেদকরের ১৩০তম জন্মজয়ন্তী। সেজন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডা আজ কদমপুকুরে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। নাড্ডা বলেন, বাবাসাহেব ছিলেন আপোষহীন জাতীয়তাবাদী। অনেক বাধা সত্ত্বেও জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি কোনদিন আপোষ করেননি। এপ্রসঙ্গে নাড্ডা কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, কংগ্রেস যখন তাকে অপমান করে, তখন তিনি সরদার বল্লভ ভাই প্যাটেলকে লিখিতভাবে জানিয়েছিলেন, “আমি যে কোনও কংগ্রেস নেতার থেকে অনেক বড় জাতীয়তাবাদী।”