বান্ধবগড়: কানহা জাতীয় উদ্যান থেকে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে এল ১৯টি বারশিঙ্গা হরিণ। বান্ধবগড়ের নতুন একটি বিশেষ এনক্লোজারে রাখা হয়েছে ওই হরিণগুলিকে। তাদের মধ্যে ১১টি পুরুষ ও ৮টি মহিলা। এই এনক্লোজারে কোনও মাংসাশী প্রাণী প্রবেশ করতে পারবে না। এনক্লোজারে তিনবছর থাকার পর হরিণগুলিকে জঙ্গলে ছাড়া হবে। বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রের আধিকারিক সুধীর মিশ্র বলেন, ‘কেন্দ্র ১০০টি বারশিঙ্গা হরিণ আনার অনুমতি দিয়েছে। প্রথম বছর আনা যাবে ৫০টি। আজ ১৯টি হরিণকে এনক্লোজারে ছাড়া হয়েছে।’