নিজস্ব সংবাদদাতা, বক্রেশ্বর: শনিবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বক্রেশ্বরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফান ডট কম সংস্থার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্যোগে এবং বানপ্রস্থ আশ্রমের উত্তম গিরি ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়। জানা গিয়েছে, এদিন সকালে পুজো হওয়ার পরে দুপুরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তারপর বিকালবেলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ছিল। রবীন্দ্র সংগীত, রবীন্দ্রনৃত্য, লোক সংগীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা।