কলকাতা, ২৪ অক্টোবর: সোমবার কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। বানতলায় লেদার কমপ্লেক্সের দোতলায় এই আগুন লাগে। পরে তিন ও চারতলায় আগুন ছড়িয়ে পড়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, চারতলা এই বাড়ির দোতলায় সোমবার বিকালে কর্মীরা বাজি ফাটানোর সময় একটি ঘরে মজুত রাসায়নিকে আগুন লাগে। পরে সেই আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে দোতলায় আগুন লেগে যাওয়ার পর অধিকাংশ কর্মীরা কমপ্লেক্সের মধ্যে আটকে পড়ে। কারণ, আগুন মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এই বাড়ির তিন ও চারতলায় রয়েছে চামড়ার কারখানা। এদিকে দোতলায় আগুন লেগে যাওয়ায় ১১জন কর্মী নিচে নামতে না পেরে ছাদে উঠে যান। পরে পুলিশ ও দমকল এসে আটকে পড়া ওই কর্মীদের নীচে নামিয়ে আনে।