ময়নাগুড়ি: ময়নাগুড়ির চোরদের কীর্তি বরাবরই যেন বিস্ময়কর। গত বছর শহর ময়নাগুড়ির এক বাড়িতে চুরি করতে এসে রীতিমত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চোরের দল। তবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হলেও ময়নাগুড়ির রাজারহাটে এক চোরের কান্ডকারখানায় চক্ষু চড়কগাছ। আসলে কি সেই কীর্তি?
উল্লেখ্য, রাজারহাট বাজার সংলগ্ন নয়া বাড়ি (বড়কামাত) এলাকায় দিলীপ রায়ের বাড়িতে সিঁধ কেটে চুরি করতে ঘরে ঢোকে চোর। বেরনোর পর মলত্যাগ করে পালায়। চোরের কর্ম দেখে তাজ্জব খোদ গৃহকর্তা। চাঞ্চল্য এলাকায়। দুইটি মোবাইল ফোন সহ নগত ৩৪ হাজার টাকা চুরি করে চম্পট দেয় সে।