ভোপাল: ঘরোয়া পার্টিতে মদ্যপানের অনুমতি দিয়ে ‘ঘরে ঘরে মদ’ প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। রাজ্যের শাসকদল বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ শানাল বিরোধী কংগ্রেস। যদিও, স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এক দশক পুরনো এই নিয়ম কংগ্রেস শাসনের শুরু থেকেই রয়েছে। বিরোধী দল বর্তমান আবগারি নীতি নিয়ে নিছক বিভ্রান্তি ছড়াতে চাইছে।’ বিতর্কের শুরু কংগ্রেসের একটি টুইটকে কেন্দ্র করে। বুধবার সেখানে লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের পিও আউর পড়ে রহো যোজনাকে এগিয়ে নিয়ে যেতে চালু হয়েছে হর ঘর দারু, ঘর ঘর দারু প্রকল্প। ৫০০ টাকা দিলেই বাড়িতে খোলা যাবে পানশালা। শিবরাজজি, রাজ্যের বাড়িগুলি যে, পানশালায় পরিণত হচ্ছে!’ এরপরই রাজ্য কংগ্রেসের মুখপাত্র কে কে মিশ্র বেকারত্ব নিয়ে শাসক বিজেপিকে আক্রমণ শানান। তিনি বলেন, ‘রাজ্য সরকার যুবকদের চাকরি দিতে না পারায় তাঁদের ৫০০ টাকা দিয়ে বাড়ি বসে মদ্যপানে উৎসাহিত করছে।’ আসল ঘটনা কী? এ প্রসঙ্গে আবগারি বিভাগের পদস্থ এক আধিকারিক বলেন, আবগারি নীতি তৈরি হওয়া থেকে রাজ্যের প্রতিটি বাড়িতে চার বোতল করে মদ রাখার অনুমতি রয়েছে। তবে, জন্মদিন বা বিয়ে বাড়ির মতো পার্টিতে আরও বেশির মদের প্রয়োজন হলে দিন পিছু ৫০০ টাকা করে দিতে হবে। ঘরের বাইরে পার্টির ক্ষেত্রে এই ফি আলাদা।