কলকাতা: ফেব্রুয়ারির গোড়ায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই, তাঁর কাছে একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে দেশের গুরুত্বপূর্ণ ক্রেডিট রেটিং সংস্থা ইক্রা। তার মধ্যে বেশ কয়েকটি প্রস্তাবের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত।
কেন্দ্রের দাবি, ২০৪৭ সালের মধ্যে সমস্ত মানুষকে বিমার আওতায় আনতে চায় তারা। তার মধ্যে উল্লেখযোগ্য ভাগ থাকবে জীবন বিমার। ইক্রার দাবি, জীবন বিমাকে আরও জনপ্রিয় করতে আয়কর আইনে আলাদা ছাড়ের ব্যবস্থা করা হোক। বর্তমানে আয়কর আইনের ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের উপরে আয়করে ছাড় পাওয়া যায়। জীবন বিমার প্রিমিয়াম বাবদ দেওয়া টাকাও এই দেড় লক্ষের সঞ্চয়ের মধ্যেই পড়ে। ক্রেডিট রেটিং সংস্থাটির দাবি, জীবন বিমার প্রিমিয়ামের অঙ্কটি আলাদা করে আয়করে ছাড়ের অন্তর্ভুক্ত করা হোক। অর্থাৎ দেড় লক্ষ টাকার বাইরেই, পৃথক সুবিধা দেওয়ার দাবি তাদের। এতে আরও বেশি করে মানুষ জীবন বিমায় বিনিয়োগ করবেন এবং পরিবারকে সুরক্ষিত রাখবেন। এর পাশাপাশি সংস্থাটি দাবি করেছে, বিমার প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটির হার কমানো হোক। তাতে প্রিমিয়াম বাবদ খরচ কমবে।