বাগেরহাটে সাংবাদিক লায়লা সুলতানা মিডিয়া ফেলোশিপ এ্যাওয়ার্ডে ভূষিত

    180
    0

    সুব্রত ঢালী, বাংলাদেশ প্রতিনিধি: বাগেরহাটে অ্যাকশন এইড-বাঁধন মিডিয়া ফেলোশিপ অন ইয়ুথ জার্নালিজমে রিপোর্টিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাংবাদিক লায়লা সুলতানা। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত ও চ্যানেল টুয়েন্টিসিক্স এর বাগেরহাট জেলা প্রতিনিধি৷
    বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিজয়ীদের হাতে এসব পুরষ্কার ও সনদ তুলে দেন৷ অ্যাকশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই ফেলোশিপ প্রোগ্রামে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন ৷
    তিনি ছাড়াও বাংলা নিউজের জেলা প্রতিনিধি এসএস শোহান ও ঢাকা পোস্টের বাগেরহাটের জেলা প্রতিনিধি তানজীম আহমেদও পুরস্কার পেয়েছেন ৷ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ৪ জন সাংবাদিককে সম্মাননা সনদ দেওয়া হয়।
    এই অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম, সাংবাদিক ইয়ামিন আলী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের সহ-সভাপতি ফরিদা রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাগেরহাট অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি ও বায়েদুল্লাহ আল ইমন, এফোরটি প্রকল্পের সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন৷

    Previous articleআরও ৩ থেকে ৬ মাস বিনামূল্যে রেশন দিতে পারে মোদী সরকার
    Next articleইচ্ছা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here