সিউড়ি: অভিযোগ ছিল দীর্ঘদিনের। বাইপাসের ধারে অবৈধভাবে নির্মাণ হচ্ছে বাড়ি। ঘটনাটি দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বাইপাস জাতীয় সড়কের ধারে। ওয়ার্ডের কাউন্সিলার স্বয়ং এই অভিযোগ করেন। বেআইনিভাবে কিছু ব্যক্তি এই নির্মাণ কাজ করছিল বলে তিনি অভিযোগ করেন। এমনকি তিনি জেলা শাসকের কাছেও অভিযোগ জানান। তারপর নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সেই অভিযোগ খতিয়ে দেখতে যান। পুরসভাকে অন্ধকারে রেখে এই বাড়িগুলির অধিকাংশই তৈরি হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। তিনি বলেন, বাড়িগুলি চিহ্নিতকরণের কাজ চলছে। তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ে নোটিস পাঠানো হবে।