প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, ত্রিপুরা: বিজেপি’র বাইক বাহিনীকে ভয়ের কারণ নেই। বাইক বাহিনীকে সায়েস্তা করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা আছে। বাইক বাহিনীর মোকাবিলা আইনিভাবে করা হবে। পুলিশ না ধরলেও বাইক বাহিনীকে কিভাবে জেলে পুরতে হবে, সেই বিষয় আমাদের ভালো করে জানা আছে।
মঙ্গলবার রাজ্য ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক যোগদান সভায় সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন, তৃণমূলের নবনিযুক্ত প্রদেশ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস। তিনি আরও বলেন, কংগ্রেস দলে ভাঙন শুরু হয়ে গিয়েছে। কারণ, কংগ্রেস আর সিপিএমের মধ্যে মিতালি রয়েছে। তা প্রকৃত কংগ্রেস কর্মীরা মেনে নেবে না। তাই তারা দলে দলে কংগ্রেস ছাড়ছে। এই দিন কংগ্রেস ছেড়ে বেশ কিছু জনজাতি অংশের ভোটার তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছে।