নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত 23 এপ্রিল শুক্রবার কলকাতার যাদবপুরে একটি ক্লাবের হলঘরে অনুষ্ঠিত হল বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের একটি ঘরোয়া বৈঠক। সারা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা আজ বঞ্চিত। তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি সামাজিক সুরক্ষাও বিপন্ন। বাংলা ভাষা সর্বভারতীয় ক্ষেত্রে আজও ধ্রুপদী ভাষার মর্যাদা পায়নি। অথচ সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 30 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে সরকারি কাজের ক্ষেত্রে বাংলা ভাষা এখনো অগ্রাধিকার পায় নি। এ ব্যাপারে উদ্যোগ নেয়নি কোনও কেন্দ্র ও রাজ্য সরকার। অথচ পৃথিবীর উন্নত দেশগুলিতে সেখানকার আঞ্চলিক ও রাষ্ট্রীয় ভাষাকে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়। সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা এরাজ্যে স্বীকৃতি না পাওয়ায়, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা চাকরি বা অন্যান্য কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এইজন্য বাঙ্গালীদের একটি অংশ শুধুমাত্র অন্নসংস্থানের তাগিদে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল করছেন তাদের ছেলেমেয়েদের। তারা বাধ্য হচ্ছেন ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করতে। কিন্তু এই পথ খুবই ব্যয় সাপেক্ষ। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইংরেজি মাধ্যম স্কুল এর উপযুক্ত শিক্ষা গ্রহণ সম্ভব হচ্ছে না। যারা ইংরেজি মাধ্যমের শিক্ষিত হচ্ছেন তারা চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য পেলেও বাঙালি হারিয়ে ফেলছে তার নিজস্বতা। বাঙালি তার সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলছেন।
আর এই কঠিন পরিস্থিতি থেকে বাঙালি সমাজকে বের করে আনতেই বঙ্গবাসী মহাসভা বিভিন্ন আন্দোলন ও কর্ম প্রক্রিয়ার পরিকল্পনা করে চলেছে। তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আগামীতে বাংলা ভাষাকে যাতে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে বাংলাকে ভাষাকে গুরুত্ব দেওয়া হয়, সেজন্য সরকারের কাছে দরবার করা। প্রয়োজনে কেন্দ্র-রাজ্য উভয় সরকারকে আবেদন জানাবে বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন। এবং তাতেও কাজ না হলে জনস্বার্থ মামলা ও ভারতীয় পার্লামেন্টে সরাসরি যাতে বাঙালির চিরাচরিত আবেদনকে পৌঁছে দেওয়া যায় তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। শুধু বাংলা ভাষা নয়, বিভিন্ন রাজ্যে প্রচুর বাংলাভাষী মানুষ বসবাস করেন। সেইসব বাঙ্গালীদের জীবনের নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় তা সুনিশ্চিত করা বঙ্গবাসী মহাসভার অন্যতম পরিকল্পনা। আজও আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বিভিন্ন বাঙালি অধ্যুষিত রাজ্যে বাঙ্গালীদের অধিকার সুরক্ষিত নয়। তারা সেখানকার আঞ্চলিক সম্প্রদায়ের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন বিভিন্নভাবে। বঙ্গবাসী মহাসভা এ বিষয়ে সেই সব রাজ্যে বিভিন্ন রকম আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর শুভ্র চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অমিতা চক্রবর্তী, বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ পাল, ফাউন্ডেশনের আইনজীবী নৃপেন্দ্রকৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন কমল আচার্য, দেবব্রত দে ও মানস সিংহ রায়। এ বিষয়ে তাঁরা প্রত্যেকে তাঁদের নিজস্ব বক্তব্য ও মতামত জানান।
Very good nees
Very good news