মৃন্ময় ভট্টাচার্য
ভাষা দিবস একুশ তারিখ
ফেব্রুআরিতে জানি,
উনিশে মে হারিয়ে গেছে
ক’জন মনেতে আনি!
এগারো শহীদ মরে বাঁচায়
বাংলা ভাষার মান,
আছে কি মনে কৃতজ্ঞতা,
একটুও সম্মান!
ওদের আত্মা কেয়ার করে না
সম্মান দিলে নাকি,
শুধু চায় ওরা ভাষাটা বাঁচাও
দিও না মা’কে ফাঁকি।
যে ‘মা’ দিল মুখের বুলি
লেখার বর্ণমালা,
তাঁর সামনেই অন্যের মা’কে
পরায় বাঙালি মালা!
চুঁচুড়া
১৯|০৫|২০২১
কথাবার্তা – ৮৯০২২৮৩৪৮৫