Home Literature বাংলা বাঁচাও

বাংলা বাঁচাও

206
0

মৃন্ময় ভট্টাচার্য

ভাষা দিবস একুশ তারিখ
ফেব্রুআরিতে জানি,
উনিশে মে হারিয়ে গেছে
ক’জন মনেতে আনি!

এগারো শহীদ মরে বাঁচায়
বাংলা ভাষার মান,
আছে কি মনে কৃতজ্ঞতা,
একটুও সম্মান!

ওদের আত্মা কেয়ার করে না
সম্মান দিলে নাকি,
শুধু চায় ওরা ভাষাটা বাঁচাও
দিও না মা’কে ফাঁকি।

যে ‘মা’ দিল মুখের বুলি
লেখার বর্ণমালা,
তাঁর সামনেই অন‍্যের মা’কে
পরায় বাঙালি মালা!

চুঁচুড়া
১৯|০৫|২০২১
কথাবার্তা – ৮৯০২২৮৩৪৮৫

Previous articleনারদ মামলায় উডবার্নের নেতা ও মন্ত্রীরা আদৌ কি অসুস্থ?
Next articleভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here