কলকাতা, ৭ নভেম্বর: কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহণ করা হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে যাবে এই পণ্য। সোমবার সম্পন্ন হয়েছে তার পরীক্ষামূলক পর্যায়। এই পদ্ধতিতে পণ্য পাঠানো হয় অসম, ত্রিপুরা ও মেঘালয়ে। বাংলাদেশ বন্দরের মাধ্যমে সেখান থেকে জলপথে কলকাতা বন্দরে উত্তর-পূর্ব ভারতে পণ্য আনা হয়েছে ফিরতি জাহাজে । শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের দাবি, তিনমাস ধরে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই জলপথে বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব ভারতে নিয়মিত পণ্য পরিবহণ শুরু হবে। সময় লাগবে আর মাত্র কয়েক মাস। এসএমপি কর্তৃপক্ষ তেমনটাই আশা করছে বলে সূত্রের খবর।
এই ব্যবস্থায় বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করছেন বন্দর কর্তৃপক্ষ। কারণ উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহণের খরচ ও সময় কম লাগবে।