নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বাঁকুড়ায় একটি বেসরকারি হাসপাতালে আগুন। প্রাণভয়ে হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিলেন রাঁধুনি। আজ শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালের রান্নাঘর রয়েছে তিনতলায়। অন্যান্য দিনের মতো সেখানে হাসপাতালের রোগীদের খাবার রান্না করা হচ্ছিল। কিন্তু, আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় ওই রান্নাঘরে। ভয়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসেন রাঁধুনিরা। দিশাহারা অবস্থায় প্রাণ বাঁচাতে একজন রাঁধুনি হাসপাতালের তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেন। কিন্তু, অতটা উঁচু থেকে ঝাঁপ দিলেও তার শরীরে বড় কোনও আঘাত লাগেনি। কারণ ঘটনা জানাজানি হতেই হাসপাতালের নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ছুটে আসেন। তাঁরা ওই রাঁধুনি মাটিতে পড়ার আগেই তাঁকে ধরে ফেলেন। নিচে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ফেলেন।
এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয় পরিজনরাও আতঙ্কে বেড ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে।