Home Literature “বসন্তোৎসব”

“বসন্তোৎসব”

22
0

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।


রঙের উৎসব হোলি, ছিটিয়ে আবির,
পিচকিরি কুমকুম, বেলুনের পেটে,
রঙবেরঙের গোলা, বের হয় ফেটে,
ফুলঝুরি আল্পনায়,কচি কাঁচা ভীড়।

রঙ নিয়ে মাতামাতি,সুরা পানে বীর,
নিরীহ পশুরা ভয়ে, প্রাণ নিয়ে ছোটে,
লোমকূপে আঠা রঙে, চর্মরোগ ঘটে,
নিরানন্দের কারণ, দৌরাত্ম্যে অস্থির।

জোর করে অনিচ্ছুকে, না মাখানো ভালো,
লাগামের দরকার, নিয়ন্ত্রণ মেনে,
বন্ধুত্ব সম্পর্কে চির্,গালমন্দে শালো,
খেলার নামে বজ্জাতি,পাপ করে জেনে।

প্রতিষেধক বসন্তে, আবীরের রঙ,
হাসিতে পাড়া মাতুক,রূপ সজ্জা সঙ।

Previous article২৯ মার্চ থেকে ৫ দিন ডাকঘরে বন্ধ আর্থিক লেনদেন
Next articleউত্তরপ্রদেশে ভেঙে পড়ল গঙ্গার উপর নির্মীয়মাণ সেতু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here