Home Health বর্ষায় মশা থেকে সাবধান

বর্ষায় মশা থেকে সাবধান

67
0

বর্ষা দোরগোড়ায়। জল-কাদার এই মরশুমে বাড়বে মশাবাহিত রোগের আক্রমণ। বর্ষার সময়ে মশার প্রাদুর্ভাব বাড়ে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো ঘাতক মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। এক্ষেত্রে বড়দের তুলনায় বাচ্চাদের মধ্যে এই রোগের গুরুতর প্রভাব পড়ে।
বর্ষায় বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, সময়ে সময়ে কীটনাশক প্রয়োগ ইত্যাদির মাধ্যমে মশার বাড়বাড়ন্ত কমানো যায়। এছাড়া ব্যক্তিগত স্তরেও বেশকিছু সতর্কতা নেওয়া দরকার। হাত-পা ঢাকা জামা কাপড় পড়া, মশারি টাঙিয়ে ঘুমানো ইত্যাদির মাধ্যমে মশার কামড় থেকে বাঁচা সম্ভব। তবে এসবের পাশাপাশি এখন বেশকিছু মশা প্রতিরোধী ক্রিম, রোল-অন, লোশন ইত্যাদি চলে এসেছে। এগুলি বেশ কার্যকরী এবং সুরক্ষিত।

নিজস্ব প্রতিনিধি

Previous articleউত্তেজনা হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ায়
Next articleঅ্যান্টিবায়োটিক মাঝপথে বন্ধ করলে কী ক্ষতি হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here