বম্ব সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা

    109
    0

    নিউইয়র্ক: তুষার ঝড়ে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা থেকে টেক্সাস পর্যন্ত 3200 কিলোমিটার জুড়ে ভয়াবহ এই তুষার ঝড়ের সৃষ্টি হয়। ঝড়ের কারণে প্রচুর বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুক্রবার থেকে তুষারঝড় বা বম্ব সাইক্লোন শুরু হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। স্বাভাবিক জীবন-যাপন একেবারে বিধ্বস্ত। ভয়াবহ তুষার ঝড়ের কারণে বাড়ির থেকে বাইরে বেরনো যাচ্ছেনা। একাধিক বিমান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। প্রশাসন থেকে একাধিকবার জানানো হয়েছে, বাড়ির থেকে বাইরে না বের হতে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সংলগ্ন এলাকার আমজনতা।

    Previous articleবড়দিনে সেজে উঠেছে বক্রেশ্বর
    Next articleবড়দিনে শহরে বাইক বাহিনীর দাপট, গ্রেপ্তার ৩১৪

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here