কলকাতা: রাত সাড়ে ১০টা। হরিদেবপুরের কবরডাঙ্গা এলাকার এক পানশালার সামনে এসে দাঁড়াল পুলিসের বোর্ড লাগানো দুধসাদা স্করপিও। দরজা খুলে নেমে এল দুই মাঝবয়সি ব্যক্তি। তারপর সোজা পানশালায়। ভিতরে বসেছিলেন অল্পবয়সি এক ব্যবসায়ী। সরাসরি তাঁর টেবিলের সামনে এসে দাঁড়াল দু’জন। ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে কর্কশ গলায় নির্দেশ দিল, ‘বাইরে চল!’ বাইরে ইঞ্জিন স্টার্ট দিয়ে তৈরি ছিল গাড়ি। ব্যবসায়ী বাইরে আসামাত্র তাঁকে তুলে নিয়ে চম্পট দেয় চালক। শুক্রবার রাতের শহরে এমন নাটকীয় অপহরণের ঘটনায় চূড়ান্ত তৎপরতা দেখাল হরিদেবপুর থানার পুলিস। একেবারে হিন্দি সিনেমার মতো রুদ্ধশ্বাস অপারেশনে নেমে আড়াই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হল ওই ব্যবসায়ীকে। গ্রেপ্তার তিন অভিযুক্ত।