বনগাঁ, ১৮ অক্টোবর: আজ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনীর। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর, অসীম সরকার সহ আরও অনেকে। এই সভা থেকে শুভেন্দু অধিকারী আরও একবার সোচ্চার হন হিন্দুত্ব নিয়ে। তিনি বলেন, এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গকে হিন্দুদের জন্য ভারত মাতার সঙ্গে যুক্ত করেন তিনি।