লখনউ: উত্তরপ্রদেশের বদায়ুঁতে দুই ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে, গতকাল, মঙ্গলবার সন্ধ্যের বদায়ুঁর বাবা কলোনি এলাকায়। মৃত দুই ভাইয়ের একজনের বয়স ১২ ও অপরজনেরর ৮। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যেয় আচমকা হত্যাকারী বাড়িতে ঢুকে একসঙ্গে দুই ভাইয়ের গলা কেটে তাদের খুন করে। পুলিস অভিযুক্তকে ধরতে গেলে সে আধিকারিকদের দিকে গুলিও ছোঁড়ে বলে অভিযোগ। পুলিসের পাল্টা গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।
দুই নাবালক ভাইয়ের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ নিহতদের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা এলাকায় দোকানঘর ভাঙচুর করে, বাইক ভেঙে দেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসএসপি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে৷
বুধবার সকালে এলাকায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ ৷ এদিন বদায়ুঁর এসএসপি অলোক প্রিয়দর্শী বলেন, “অভিযুক্তের নাম সাজিদ (22) ৷ সাজিদ ও জাভেদ এলাকায় একটি সেলুন চালাত ৷ গতকাল সন্ধ্যা 7.30 মিনিট নাগাদ সে বাড়িতে ঢুকে সোজা ছাদে চলে যায় ৷ সেখানে বাচ্চারা খেলছিল ৷ সে দু’জনকে খুন করে ৷ এদিকে ততক্ষণে বাড়ির সামনে বহু মানুষ ভিড় করেছে ৷ অভিযুক্ত নীচে নেমে এলে তাকে ধরার চেষ্টা করে লোকজন ৷ কিন্তু সে পালিয়ে যায় ৷”
তিনি আরও জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ সাজিদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ পুলিশও তাকে নিশানা করে পালটা গুলি চালায় ৷ এই এনকাউন্টার যুদ্ধে সাজিদের মৃত্যু হয় ৷ নিহত দুই নাবালকের পরিবার সাজিদের ভাই জাভেদের বিরুদ্ধেও অভিযোগ করেছে ৷ তাকে সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷